ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গাজা ইস্যুতে হামলা-ভাঙচুর, চট্টগ্রামে ৪ মামলায় গ্রেপ্তার ৮

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
গাজা ইস্যুতে হামলা-ভাঙচুর, চট্টগ্রামে ৪ মামলায় গ্রেপ্তার ৮ ...

চট্টগ্রাম: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সোমবার (৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুরের ঘটনায় চার মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

মঙ্গলবার (৮ এপ্রিল) নগরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (পিআর) মাহমুদা বেগম বাংলানিউজকে বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে সোমবার (৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুরের ঘটনায় চার মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে ভাংচুরে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার আভিযান চলমান আছে।

 

এদিকে লালখান বাজার ও জিইসি মোড়ে ভাংচুরের ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন জানান।

কোতোয়ালি থানার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার বিকালে চেরাগী পাহাড় মোড়ে কেএফসি রেস্টুরেন্ট, কাজীর দেউড়ি এসএস খালেদ রোডে ব্র্যাক লার্নিং সেন্টার, ব্র্যাক ব্যাংকের সামনের অংশে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

চকবাজার প্যারেড কর্নার, চট্টেশ্বরী রোডের সিজিএস স্কুল মোড়ে কয়েকটি প্রতিষ্ঠানের গ্লাস ও দোকানে রাখা কোমলপানীয় বোতল ভাংচুর করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে সামাজিক-রাজনৈতিক সংগঠন ফিলিস্তিনে চলমান ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। বেশ কয়েকটি মিছিল থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নগরের জিইসির মোড়ে কেএফসি, লালখানবাজার মোড়ে পুমা ও নগরের বিভিন্ন এলাকায় দোকানের কোকাকোলার সাইনবোর্ড ও লোগো সম্বলিত ফ্রিজ ভাংচুর করে।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।