চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন বিবি ইটভাটার পাশে অবৈধভাবে বালু উত্তোলন রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
তিনি জানান, পরিবেশের ক্ষতি ও নদী ভাঙন রোধে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।
পিডি/টিসি