ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি (চট্টগ্রাম) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, আগস্ট ১৮, ২০২৫
ফটিকছড়িতে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ ...

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন বিবি ইটভাটার পাশে অবৈধভাবে বালু উত্তোলন রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং আনুমানিক ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।


তিনি জানান, পরিবেশের ক্ষতি ও নদী ভাঙন রোধে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।