ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ট্রাকচাপায় প্রাণ গেল চালকের সহকারীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
সীতাকুণ্ডে ট্রাকচাপায় প্রাণ গেল চালকের সহকারীর ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে ট্রাকচাপায় মো. সাজ্জাদ (১৫) নামে এক ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় আবুল খায়ের স্টিল মিল কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ ওই ইউনিয়নের গামারীতল এলাকার এরশাদ মিয়ার ছেলে। তিনি বিসমিল্লাহ ট্রান্সপোর্টের অধীনে একটি ট্রাকে চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, রাতে একটি ট্রাক কারখানা থেকে বের হওয়ার সময় আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় চালকের সহকারী সাজ্জাদ ট্রাক থেকে নিচে নামেন। অসাবধানতাবশত পেছন দিকে ট্রাকটি চলতে শুরু করলে তিনি নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।