চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা এ এস এম শামসুজ্জামান হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিক্রমে চাকসুর সাবেক ভিপি ও বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হককে সভাপতি ও ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
৬১ সদস্যের এ কমিটিতে সহ সভাপতি হয়েছেন এ এস এম শামসুজ্জামান হীরা, মজহারুল হক শাহ্ চৌধুরী, সিরাজ উদ্দিন মিয়া, স ম নজরুল ইসলাম, একরামুল করিম ও জসিম উদ্দিন সরকার।
এ কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার, উপ উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, উপ উপাচার্য প্রফেসর ড. শামীম উদ্দিন খান, প্রফেসর ড. আরিফ মঈনুদ্দিন, প্রফেসর ড. তোফায়েল আহম্মদ, লায়ন মো. আসলাম চৌধুরীকে উপদেষ্টা করা হয়।
সাধারণ সভায় বক্তব্য দেন প্রফেসর ড. তোফায়েল আহম্মদ, চাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হক, মজহারুল হক শাহ্ চৌধুরী, রাজনীতিবদ একরামুল করিম, সাবেক ভিপি জসিম উদ্দিন সরকার, সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ ভূইয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি গ্রহণযোগ্য দক্ষ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে গত অক্টোবরে ঢাকায় অফিসার্স ক্লাবে সারা দেশ থেকে আসা চবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সভা থেকে চাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হককে সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর ধারাবাহিকতায় তিনি কয়েক মাস ধরে দেশ বিদেশে অবস্থানরত এবং দেশের বিভিন্ন জেলার চবির সাবেক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণের মাধ্যমে এ সাধারণ সভা আয়োজনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
পিডি/টিসি