ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় ইয়াবা কারবারি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
আনোয়ারায় ইয়াবা কারবারি আটক আটক ইয়াবা কারবারি

চট্টগ্রাম: আনোয়ারা থানাধীন গহিরা সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, টাকা ও ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. শওকত আলীকে আটক করেছে কোস্ট গার্ড।  

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এ অভিযান চালায়।

 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক জানিয়েছেন, অভিযানের সময় সন্দেহজনক ১টি কাঠের বোট তল্লাশি করে ১টি দেশি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গুলি, ৩টি দেশি অস্ত্র, নগদ ১৭ হাজার ২৪০ টাকা এবং ৯০ লাখ টাকার ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী মো. শওকত আলীকে আটক করা হয়েছে। শওকত চট্টগ্রামের আনোয়ারা থানার বাসিন্দা।

উদ্ধার করা অবৈধ অস্ত্র, গুলি, ইয়াবা, নগদ টাকা ও আটক কাঠের বোট এবং শওকতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ডের এরূপ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।