চট্টগ্রাম: বোয়ালখালীর আহলা করলডেঙ্গা ইউনিয়নে অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সেবা দেওয়া হয়।
১০ নম্বর আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান এর পৃষ্ঠপোষকতায় চক্ষুসেবা ক্যাম্প আয়োজনে সহযোগিতা করে দিশারী চক্ষু হাসপাতাল।
চেয়ারম্যান হামিদুল হক মন্নান বলেন, দরিদ্ররা শহরের হাসপাতালে গিয়ে অনেক সময় চোখের চিকিৎসা করানোর সুযোগ পান না।
চক্ষুসেবা ক্যাম্পে বিভিন্ন বয়সী মানুষ চোখ পরীক্ষা করানোর পর বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেন।
এলাকার গণ্যমান্যদের মধ্যে চক্ষুসেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন মোহাম্মদ বশর, লিটন দে প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ১৭, ২০২৫
এসি/টিসি