ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, মে ২৭, ২০২৫
‘জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে’

চট্টগ্রাম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী  উপলক্ষে উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে তিন দিনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সোমবার (২৬ মে) এ উপলক্ষে বিএনপি নেতা রফিক মেম্বারের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।  

এসময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

জিয়াউর রহমানকে দেশের মানুষ তখনও ভালোবাসতো, এখনো ভালোবাসে।  

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল হালিম, আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, আকবর কবির ডিউক, মোজাহের খান, হাজী ইসমাইল, আব্দুল করিম সেলিম, আমির উদ্দিন বাবুল, আনু মিয়া বাবুল, শায়েস্তা খান, মো. ইলিয়াস, আবুল কালাম আবু, আব্দুল নুর, তরুণ সওদাগর, আজিজুর রহমান ভুলু, আলমগীর , পেয়ারু, খয়রাতি আলী, আব্দুল, আজিজ, বারেক, যুবদল নেতা ফারুক, মুরাদ, জনি, মাঈনুদ্দিন, আজিজ, মাহবুব, জাসাস নেতা তানভীর প্রমুখ।

কর্মসূচির মধ্যে রয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) চট্টগ্রাম মহানগর বিএনপির সাথে রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের ১ম মাজারে গমন। পরেরদিন শুক্রবার বাদ জুমা উওর পাঠানটুলীর ১৫টি মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বিকাল ৩টায় জিয়া জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভায় অংশগ্রহণ। শেষেরদিন শনিবার দেওয়ানহাটের সোলতান মিয়া এতিমখানা ও রেলবিট সংলগ্ন হাজী মসজিদ এতিমখানায় খাবার বিতরণ ও বাদ আছর পোস্তারপাড় জামে মসজিদ দোয়া ও মিলাদ মাহফিল।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।