ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় সাপের ছোবলে প্রাণ গেল শিক্ষার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, জুলাই ১৯, ২০২৫
আনোয়ারায় সাপের ছোবলে প্রাণ গেল শিক্ষার্থীর মুনতহা মুনছুর মাহি। সংগৃহীত ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকৌড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় বিষধর সাপের ছোবলে মুনতহা মুনছুর মাহি (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

শনিবার (১৯ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাহি ওই এলাকার মনসুর উদ্দিনের বড় মেয়ে।  

পরৈকৌড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এম এ মালেক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার ভোরে নামাজ পড়ে কোরআন শরিফ পড়ছিল মাহি। এরপর বাংলা বই নিতে গেলে হঠাৎ বিষধর সাপ কপালে ছোবল দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা=নিরীক্ষা করে মাহিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

এমআর/এসআরএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।