ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, জুলাই ২৭, ২০২৫
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সমুদ্রে নিম্নচাপের প্রভাব কেটে গেলেও চট্টগ্রামে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। যা আরও দুই-তিনদিন থাকবে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

রোববার (২৭ জুলাই) দুপুরে এ তথ্য দেন পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূইয়া।  

তিনি বাংলানিউজকে জানান, নিম্নচাপের প্রভাবে ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও দু-তিনদিন বৃষ্টি হতে পারে। রোববার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ঝড়ো হাওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় আপাতত সংকেত নামিয়ে ফেলা হয়েছে।  

এদিকে, বৃষ্টিপাতের কারণে সড়কে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। রাতভর থেমে থেমে বৃষ্টি হওয়ায় নগরের বেশ কিছু নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এছাড়া বৃষ্টিপাতের কারণে সড়কে যানবাহনও ছিল কিছুটা কম। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা দেখা যায় হাতেগোনা।  

যেসব গাড়ি সড়কে চলাচল করেছে, সেগুলোর চালকেরা বাড়তি ভাড়া দাবি করেন যাত্রীদের কাছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়। বিপাকে পড়েন সপ্তাহের প্রথমদিন কর্মস্থলগামী মানুষেরা।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।