চট্টগ্রাম: নগরের স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে পরিচালিত একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন জ্বলতে দেখা যায়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান জানান, ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ৩টি দলের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এসি/টিসি