চট্টগ্রাম: নগরের বাকলিয়া রাজাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উৎপাদন নিষিদ্ধ বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় ৪টি প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা।
সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও র্যাব-৭ এর এই যৌথ অভিযান শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
রাজাখালী এলাকায় চারটি কারখানায় অনুমোদনবিহীনভাবে পলিথিন তৈরি হচ্ছে। সেখানে থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। প্রিন্টেড পলিথিন উৎপাদনের অনুমতি থাকলেও এই কারখানায় ক্লিয়ার পলিথিন উৎপাদন করা হচ্ছিল, যা আইনত নিষিদ্ধ। পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করেছে- এসব কারখানার অনুমোদন নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তি দেবেন। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমআই/টিসি