ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউ শিক্ষার্থীদের এইচএসবিসি চট্টগ্রাম অফিস পরিদর্শন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, আগস্ট ২৫, ২০২৫
সিআইইউ শিক্ষার্থীদের এইচএসবিসি চট্টগ্রাম অফিস পরিদর্শন ...

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বিজনেস স্কুলের ২৫ জন শিক্ষার্থী সম্প্রতি শিক্ষামূলক ভ্রমণের অংশ হিসেবে এইচএসবিসি বাংলাদেশ এর চট্টগ্রাম অফিস পরিদর্শন করেন।

সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদেরের তত্ত্বাবধানে এই পরিদর্শনে অংশগ্রহণ করেন সিআইইউ’র প্রক্টর অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, সহকারী অধ্যাপক ইফফাত ইশরাত খান এবং প্রভাষক হুমায়রা জসিম।

 

শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং ব্যবস্থাপনা ও করপোরেট পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা প্রদান করার লক্ষ্যে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।  

এসময় এইচএসবিসি’র পক্ষে ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে হেড অব চট্টগ্রাম ব্যাংকিং ওমর শরীফ, গ্লোবাল ট্রেড সল্যুশনস চট্টগ্রাম ক্লাস্টার ভাইস প্রেসিডেন্ট দেবাশীষ চক্রবর্তী, কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাহিয়ান মঈন, জিপিএস অপারেশনস এর টিম লিড জুয়েল দাস, করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, আরিয়ানা এ খান শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

 

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী নিলয় কর্মকার, অ্যাসোসিয়েট, জিপিএস অপারেশন্স, করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং, সিওও, যিনি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠেন।

সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা ব্যাংকের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের কাছ থেকে ইন্টার্নশিপ, করপোরেট সামাজিক দায়িত্ব (সিএসআর) এবং টেকসই উন্নয়ন বিষয়ক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ধারণা লাভ করেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা অংশ নেন ইন্টার‍্যাকটিভ ভিডিও প্রেজেন্টেশনে এবং পরবর্তীতে র‍্যাপিড-ফায়ার কুইজে, যেখানে বিজয়ীরা পুরস্কৃত হন।  

এইচএসবিসি কর্তৃপক্ষ এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে বাস্তবমুখী অভিজ্ঞতা শেয়ার করে নিতে পেরে সন্তোষ প্রকাশ করে। সিআইইউ বিজনেস স্কুলের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কার্যক্রম ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগকে আরও দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ করপোরেট লিডার গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।