ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, আগস্ট ২৮, ২০২৫
স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার ...

চট্টগ্রাম: কর্ণফুলী থানার চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি স্বামী মো.আজিজ মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ ও র‌্যাব-১৫ এর যৌথ আভিযানিক দল।  

মো.আজিজ মিয়া (৫০) বান্দরবানের আলীকদম থানার দক্ষিণ পূর্ব পালং পাড়ার নুরুল হকের ছেলে।

র‌্যাব-৭ জানিয়েছে, নিহত কুলসুমা বেগম (৪০) পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

গত ৩০ জুলাই কর্মস্থল থেকে বাসায় ফিরলে স্বামী আজিজ মিয়ার সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে আজিজ মিয়া বাসায় থাকা ইট দিয়ে তার মাথায় ও শরীরে আঘাত করে পালিয়ে যায়। পরর্বতীতে স্থানীয় লোকজনের সহায়তায় কুলসুমাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বড় মেয়ে বাদী হয়ে কর্ণফুলী থানায় আজিজ মিয়াকে এজাহারনামীয় প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আজিজ মিয়া লামা থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।