চট্টগ্রাম: কর্ণফুলী থানার চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি স্বামী মো.আজিজ মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ ও র্যাব-১৫ এর যৌথ আভিযানিক দল।
মো.আজিজ মিয়া (৫০) বান্দরবানের আলীকদম থানার দক্ষিণ পূর্ব পালং পাড়ার নুরুল হকের ছেলে।
র্যাব-৭ জানিয়েছে, নিহত কুলসুমা বেগম (৪০) পেশায় একজন গার্মেন্টস কর্মী। তিনি কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আজিজ মিয়া লামা থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআই/টিসি