ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাকের চাপায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, সেপ্টেম্বর ১৫, ২০২৫
ট্রাকের চাপায় নারী নিহত

চট্টগ্রাম: নগরের অক্সিজেন এলাকায় ট্রাকের চাপায় নাসিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বায়েজিদ থানাধীন পাবলিক স্কুল গেট এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগম রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

স্থানীয়রা জানান, নাসিমা স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

অক্সিজেনের পাবলিক স্কুল গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান। এক পর্যায়ে পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকচালক রিপনকে আটক করে পুলিশে সোর্পদ করেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা নিহতের মরদেহ উদ্ধার করি। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।