চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
তিনি জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে দুপুরে নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে আলোচনায় সবার সম্মতিতে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় একদিন বৃদ্ধি করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আজ (বুধবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা।
তফসিল অনুযায়ী, ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর ছিল মনোনয়ন ফরম বিতরণের সময়। নতুন সিদ্ধান্তের কারণে আরও ফরম বিতরণের সময় একদিন বাড়লো। এছাড়া মনোনয়ন ফরম যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে, প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ পাবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।
এর আগে গতকাল পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয় ১ হাজার ৮৮টি। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে মনোনয়ন সংগ্রহ করেন ৪৮৮ জন এবং হল সংসদ পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৬০০ জন।
এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। এর আগে সর্বশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।
এমআর/টিসি