চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মতিউর রহমান রাসেল হারিকেন প্রতীকে ১৯২ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে মোহরম আলী তালা-চাবি প্রতীকে ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী শাকপুরা ইউনিয়ন পরিষদে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১২টি পদের মধ্যে ধর্মবিষয়ক সম্পাদক ও ৩ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যান্য পদে ২০ জন প্রার্থী সরাসরি প্রতিন্দ্বীতা করেন।
সহ-সভাপতি পদে সাজ্জাদ হোসেন হরিণ প্রতীকে ২৩৮ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে কামাল হোসেন সিলিং ফ্যান প্রতীকে ৩১৬ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে এমরান হোসেন টেলিফোন প্রতীকে ২৬৮ ভোট, দপ্তর সম্পাদক পদে ডা. ইসমাইল হোসেন হাতি প্রতীকে ২৪৩ ভোট, অর্থ সম্পাদক পদে জসিম উদ্দিন ফুটবল প্রতীকে ২৩৫ ভোট, প্রচার সম্পাদক পদে কাজী আবু তালেব ঘুড়ি প্রতীকে ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ধর্মবিষয়ক সম্পাদক পদে আবদুল খালেক ও সদস্য পদে মো. ফরিদ, দেবরাজ আচার্য্য ও মো. আরাফাত।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান নির্বাচন পরিদর্শন করেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন বোয়ালখালী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রাসেল চৌধুরী।
এসি/টিসি