চট্টগ্রাম: পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীকে নগরীর সুগন্ধা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বাংলানিউজকে বলেন, পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।
যুবলীগ নেতা হাসান উল্লাহ চৌধুরী পটিয়ার সাবেক সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীর অনুসারী। ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসান উল্লাহ চৌধুরী আত্মগোপনে চলে যান।
ওসি মো.নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, যুবলীগ নেতা হাসান উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে পটিয়া থানায় নাশকতা ও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
এমআই/টিসি