ঢাকা, মঙ্গলবার, ১৪ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, সেপ্টেম্বর ২৮, ২০২৫
মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ...

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাস্তার পাশে পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে বার আউলিয়া এলাকায় স্থানীয়রা ওই ব্যক্তিকে মাথা থেঁতলানো ও শরীর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নিহতের আনুমানিক বয়স ৪৫ বছর। তবে পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রাথমিকভাবে তিনি ইটভাটার শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, ফজরের নামাজ পড়ে স্থানীয়রা বার আউলিয়া এলাকায় মহাসড়কের পাশে একজন রক্তাক্ত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। ভোর ছয়টার দিকে তাঁকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, সারা শরীরের আঘাত দেখে মনে হচ্ছে- গাড়িচাপায় ওই ব্যক্তি মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিচয় শনাক্তে লোহাগাড়া থানা পুলিশ কাজ করছে। আশপাশের ইটভাটাগুলোতে নিহতের ছবি দেখানো হচ্ছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।