ঢাকা, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মাইলো ব্রেড ফ্যাক্টরিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৮, অক্টোবর ১৩, ২০২৫
মাইলো ব্রেড ফ্যাক্টরিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: অনিবন্ধিত উপায়ে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ, মেয়াদ টেম্পারিংসহ নানা অসঙ্গতির জন্য মাইলো ব্রেড ফ্যাক্টরিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (১৩ অক্টোবর) নগরের বাকলিয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এ অভিযানে নেতৃত্ব দেন।

 

নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ধারানুযায়ী ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

 

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাকলিয়া থানার পুলিশ ফোর্স সমন্বয় করেন।  

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ ফারহান ইসলাম।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।