ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অধ্যাপক শায়েস্তা খানের জানাজা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৯, অক্টোবর ২১, ২০২৫
অধ্যাপক শায়েস্তা খানের জানাজা

শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক অধ্যাপক শায়েস্তা খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বাদে আসর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে জানাজা হয়।

জানাজায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ক্রীড়া সংগঠক মির্জা সালমান ইস্পাহানী, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ক্রীড়া সংগঠক, মরহুমের ছাত্র, আত্মীয়স্বজনসহ বিপু সংখ্যক মানুষ অংশ নেন।

নগরের সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ অক্টোবর) ভোর পাঁচটায় অধ্যাপক শায়েস্তা খান ইন্তেকাল করেন।

(ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।