চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এক শিক্ষার্থীর গোসলরত অবস্থায় ভিডিও ধারণ করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
শিক্ষার্থীরা জানায়, গত ১৪ অক্টোবর মুক্তিযোদ্ধা হলের এস ব্লকের পঞ্চম তলার বাথরুমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী গোসল করার সময় পাশের বাথরুম থেকে তার ভিডিও ধারণ করে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌম্য দাস।
ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, আমি তার ফোন কেড়ে নিই ও তাকে ধরে হলের বড় ভাইদের কাছে নিয়ে যাই। প্রাথমিক তদন্ত শেষে সৌম্যকে মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট অধ্যাপক ড. বিপুল চন্দ্র মণ্ডলের কাছে হস্তান্তর করি।
প্রভোস্ট অধ্যাপক ড. বিপুল চন্দ্র মণ্ডল বলেন, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক বরাবর যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন দিয়েছি। ঘটনাটি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।
অন্যদিকে মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট (প্রাক্তন) অধ্যাপক নিপু কুমার দাস বলেন, তিনি ঘটনাটির প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মোবাইল জব্দে যুক্ত ছিলেন এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।
অভিযুক্ত সৌম্য এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বাথরুমে গিয়ে মোবাইলটা পানিতে ভিজে যাওয়ার আশঙ্কায় ওপরে তুলে রেখেছিলাম; কারও ভিডিও করিনি’।
বিই/টিসি