ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বহদ্দারহাট থেকে পেট্রোল বোমা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, ডিসেম্বর ১৩, ২০১৩

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার সকালে ওই এলাকার একটি মিষ্টি দোকানের সামনে থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (ষ্টাফ অফিসার) মফিজুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে একদল পিকেটার বহদ্দারহাট এলাকায় সংগঠিত হওয়ার খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকেটাররা পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি মিষ্টির দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৮ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩

এএএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।