ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভোরের কাগজ সম্পাদকের মায়ের মৃত্যু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
ভোরের কাগজ সম্পাদকের মায়ের মৃত্যু ফাইল ছবি

চট্টগ্রাম: দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের মা রাণী প্রভা দত্ত পরলোকগমন করেছেন। রোববার ভোর ৬টায় নগরীর সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



ভোরের কাগজের চট্টগ্রাম ব্যুরোতে কর্মরত সাংবাদিক স্বরূপ ভট্টাচার্য্য বাংলানিউজকে জানান, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ গ্রামের প্রয়াত সমাজসেবক বিমলেন্দু দত্তের স্ত্রী রাণী প্রভা দত্ত দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।


মৃত্যুকালে রাণী প্রভা দত্ত এক ছেলে ও তার স্ত্রী এবং এক মেয়ে, জামাতা, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মরদেহ নগরীর বলুয়ার দিঘীর পাড়ে অভয়মিত্র মহাশ্মশানে দাহ করা হবে বলে জানিয়েছেন স্বরূপ ভট্টাচার্য্য।

ভোরের কাগজ সম্পাদকের মায়ের মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া খেলাঘর, যুবমৈত্রীসহ বিভিন্ন সংগঠনও শোক জানিয়েছে।

খেলাঘর ঢাকা মহানগর কমিটির সভাপতি শ্যামল দত্তের মায়ের মৃত্যুতে খেলাঘর, চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি ডা.এ কিউ এম সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১২০০ঘণ্টা, ডিসেম্বর ১৪,২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।