ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পেট্রোল বোমায় দগ্ধ অটোরিকশা চালকের মৃত্যু

মেডিকেল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
পেট্রোল বোমায় দগ্ধ অটোরিকশা চালকের মৃত্যু

ঢাকা: চট্টগ্রাম হাটহাজারি এলাকায় দূর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ সিএনজি অটোরিকশা চালক আব্দুল আজিজ (৫০) মারা গেছেন।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।



বড় ভাই কামাল উদ্দিন মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

আব্দুল আজিজের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারির লাঙ্গলমোড় এলাকায়।
পিতা মৃত জুবির আলী।

বড় ভাই কামাল জানান, গত ১ ডিসেম্বর রাত সাড়ে ৮টার ‍দিকে হাটহাজারি থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। অটোরিকশাটি মোহাব হাট এলাকায় পৌঁছুলে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ হন আজিজ।
    
উদ্ধার করে প্রথমে তাকে চট্টগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গত ৩ ডিসেম্বর তাকে ঢামেকের বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়।

অটোরিকশার আয় দিয়েই সংসার চলতো আজিজের। তার মৃত্যুতে পরিবারটি আর্থিক সঙ্কটে পড়বে বলেও জানান ভাই কামাল।

বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।