ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি’র এইচ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, ডিসেম্বর ১৯, ২০১৩
চবি’র এইচ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর

চট্টগ্রাম: ২০১৩-১৪ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এইচ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকালে চবি ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটি সচিব এস এম আকবর হোছাইন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদ অর্থাৎ এইচ (১,২ ও ৩ ইউনিট) ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজের অধিভুক্ত জি ইউনিটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

পূর্বে ঘোষিত পরীক্ষা কেন্দ্র এবং সময় অপরিবর্তিত থাকবে বলে জানান এসএম আকবর।


এর আগে হরতাল-অবরোধের কারণে কয়েক দফা এই দুই ইউনিটের পরীক্ষা পেছানো ও স্থগিত করা হয়।

এদিকে প্রকৌশল অনুষদের আওতায় আই ইউনিটের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.cu.ac.bd পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩

সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।