ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫ জানুয়ারির আগেই জনগণ চমক দেখাবে: নোমান

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
৫ জানুয়ারির আগেই জনগণ চমক দেখাবে: নোমান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনে’ দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘৫ জানুয়ারি প্রার্থীবিহীন নির্বাচনের আগেই জনগণ চমক দেখাবে। ’

তিনি বলেছেন,‘রাত যত গভীর হবে, সকাল তত তাড়াতাড়ি হবে।

নির্যাতন, নিপীড়ন যত বাড়বে এই সরকারের পতনও তত তাড়াতাড়ি হবে। ৫ জানুয়ারি প্রার্থী বিহীন নির্বাচনের আগেই জনগণ চমক দেখাবে।


শনিবার নগরীর নাসিমন ভবনের সামনে নূর আহমেদ সড়কে নগর বিএনপি’র উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন,‘ভোটারবিহীন প্রহসনের নির্বাচনে আওয়ামীলীগ জয়ী হবে আর গণতন্ত্র পরাজিত হবে। কিন্তু এই জয় হবে ক্ষণস্থায়ী। ’৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মত বর্তমানে দেশে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন চলছে। এই আন্দোলনে গণতন্ত্র ও জনগণ জয়ী হবে আর আওয়ামী লীগ পরাজিত হবে। ’

তিনি বলেন,‘সরকার ক্ষমতার মসনদ চিরস্থায়ী করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু অসৎ উদ্দেশ্য সফল হবে না। ’

সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘দেশপ্রেমিক’ আখ্যায়িত করে নোমান বলেন,‘ তারা সরকারের ক্রীড়ানক হয়ে কখনো কাজ করবে না। তারা শুধু সময়ের অপেক্ষায় আছে। সময় মত ঠিকই ক্ষমতালিপ্সু সরকারের বিরুদ্ধে জনগণের সাথে একাত্মতা প্রকাশ করবে। ’

নগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে দলটির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আবদুস সাত্তার, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবদুল মান্নান রানা, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, কাউন্সিলর ইসমাইল বালী, কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, এসএম সালাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫০৩ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩

সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।