ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
হাটহাজারীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

চট্টগ্রাম: চট্টগ্রাম চেম্বার এন্ড কর্মাসের সভাপতি মো. মাহবুবুল আলম বলেছেন,‘মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। তারা যদি স্বাধীনতা যুদ্ধের সময় জীবন বাজি রেখে যুদ্ধ না করতেন তাহলে আমরা স্বাধীনতা পেতাম না।

জন্ম  হতো না বাংলাদেশ নামের এই অপরূপ দেশের। তাই তাদের সম্মান করতে হবে।


শনিবার হাটহাজারীর ঐতিহ্যবাহী জাগৃতি ক্লাবের উদ্যোগে আয়োজিত এক মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন,‘ মুক্তিযোদ্ধাদের সম্মান করা সবার নৈতিক দায়িত্ব। অন্যথায় স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের কাছে জবাবদেহি করতে হবে। ’

এসময় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান।

জাগৃতির সভাপতি জাফরুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজদ্দৌলা মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাজনীতিবিদ দিদারুল আলম বাবুল, মনিরুল ইসলাম চৌধুরী।

এছাড়া মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন নুরুল আলম, মোজাহেরুল ইসলাম এবং জয়নাল আবেদিন।

আলোচনা সভা শেষে অতিথিরা মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেষ্ট তুলে দেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
সম্পদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।