চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকার ভেতর থেকে ককটেলসহ ১৬টি ‘বোমা’ জাতীয় বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানা পুলিশ এসব বিস্ফোরক উদ্ধার করে।
উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে আছে, ৫টি ককটেল, ৪টি ‘পেট্রল বোমা’ এবং ৭টি চকলেট বোমা।
হালিশহর থানার উপ-পরিদর্শক (এস আই) জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, শ্যামলী আবাসিক এলাকার ভেতরে মসজিদের পাশে একটি বাড়ির পশ্চিম দিক থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
স্থানীয় লোকজন পরিত্যক্ত অবস্থায় সেগুলো দেখতে পেয়ে আবাসিক এলাকার সামনের সড়কে দায়িত্বরত থাকা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করেন। নগর গোয়েন্দা পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে বিস্ফোরকগুলো নিস্ক্রিয় করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এস এম তানভির আরাফাত বাংলানিউজকে বলেন, অবরোধের মধ্যে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টির জন্য জামায়াত-শিবির চক্র এসব বোমা সেখানে রেখেছিল বলে আমরা ধারণা করছি। এর আগে হালিশহর এলাকায় পুলিশকে লক্ষ্য করে শক্তিশালী পাইপ বোমা ছুঁড়েছিল দুর্বৃত্তরা।
‘হালিশহরসহ আশপাশের এলাকায় একই ধরনের নাশকতা করার জন্য বোমাগুলো জামায়াত-শিবির সেখানে রাখতে পারে। ’
বাংলাদেশ সময়: ১৮০০ঘণ্টা, ডিসেম্বর ২১,২০১৩
সম্পদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।