চট্টগ্রাম: বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে মেঘনা গ্রুপের চিনি বোঝাই এমভি খাজা ইউনুস আলী-১ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৮ ক্রু নিরাপদে আছেন বলে সংশ্লিষ্টরা জানান।
শনিবার সন্ধ্যায় মেঘনা গ্রুপের ম্যানেজার (অপারেশন) মো. কামাল উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের বর্হি:নোঙ্গর থেকে চিনি বোঝাই মেঘনা গ্রুপের লাইটারেজ জাহাজ খাজা ইউনুস আলী-১ তাদের কারখানা দাউদকান্দির উদ্দেশ্যে রওনা দেয়।
সন্দ্বীপ চ্যানেলের কাছে চর নূরুল ইসলাম এলাকায় এলে প্রবল বাতাসে জাহাজটির আংশিক ডুবে যায়। এতে আমদানি করা ১৮শ’ মেট্রিক টন চিনি ছিল।
কামাল উদ্দিন বলেন,‘জাহাজে থাকা আমদানি করা চিনি নষ্ট হয়ে গেছে। তবে জাহাজের ১৮ জন ক্রু নিরাপদে উপকূলে আসতে পেরেছেন। ’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর ব্রাজিলের পতাকাবাহী এমভি কিং ফ্রাজার নামের জাহাজ চট্টগ্রাম বন্দরের বর্হি:নোঙ্গরে কুতুবদিয়ায় নোঙ্গর করে। ওই জাহাজে করে ৫০ হাজার ৩১১ মেট্রিক টন চিনি আমদানি করেছে মেঘনা গ্রুপ।
এদিকে ডুবে যাওয়া লাইটারেজটি উদ্ধার করতে এটলাস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হয়েছে।
তারা ইতোমধ্যে বার্জ ও ট্যাগ বোর্ডের মাধ্যমে জাহাজ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান মেঘনা গ্রুপের ম্যানেজার (অপারেশন) কামাল উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর