ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় মাইক্রোবাস ভাংচুর

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, ডিসেম্বর ২১, ২০১৩

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার মিঠা দিঘির পাড় এলাকায় দু’টি মাইক্রোবাস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।



শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

সাতকানিয়া থানার ওসি আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, আকস্মিকভাবে কয়েকন দুর্বৃত্ত মহাসড়কে উঠে মাইক্রোবাস দু’টিতে হামলা চালায়।
এসময় তাদের হামলায় মাইক্রোবাস দু’টির সামনে আয়না ভেঙ্গে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাবার পর দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১২০ঘণ্ট‍া, ডিসেম্বর ২১,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।