চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার মিঠা দিঘির পাড় এলাকায় দু’টি মাইক্রোবাস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
সাতকানিয়া থানার ওসি আব্দুল লতিফ বাংলানিউজকে জানান, আকস্মিকভাবে কয়েকন দুর্বৃত্ত মহাসড়কে উঠে মাইক্রোবাস দু’টিতে হামলা চালায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাবার পর দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১২০ঘণ্টা, ডিসেম্বর ২১,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।