ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী আটক

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩

চট্টগ্রাম: নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার ভোর রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতদের মধ্যে লোহাগাড়া থানার জামায়াত ইসলামী নেতা নুরুল হক ও সাইফুল হকও রয়েছেন।

 লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বাংলানিউজকে বলেন,‘রোববার ভোর রাতে লোহাগাড়া উপজেলার কলাউজান ও চুনতি সাতগড় এলাকায় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

এছাড়া বিভিন্ন সময় সংগঠিত নাশকতার কয়েকটি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া অবরোধে লোহাগাড়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ’

 বাংলাদেশ সময়: ১৩৫১ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩

সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।