ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জাবেদ,লতিফ ও দিদারকে সংবর্ধনা দেবে চট্টগ্রাম চেম্বার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, জানুয়ারি ১৬, ২০১৪
জাবেদ,লতিফ ও দিদারকে সংবর্ধনা দেবে চট্টগ্রাম চেম্বার

চট্টগ্রাম: চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক সভাপতি ও সংসদ সদস্য এমএ লতিফ, পরিচালক ও সংসদ সদস্য মো. দিদারুল আলমকে সংবর্ধনা দেবে চট্টগ্রাম চেম্বার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

শনিবার শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চেম্বার মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হবে।



চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন, চেম্বারের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এই সরকারের ভূমি প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় আমরা গর্বিত।

এছাড়া চেম্বারের সাবেক সভাপতি এমএ লতিফ দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম-১১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


আমাদের পরিচালক মো. দিদারুল আলম চট্টগ্রাম-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।   আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের সম্মাননা জানাতে চাই।

বাংলাদেশ সময়: ১৯২১ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।