ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর দেশ প্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে: মহিউদ্দীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, মার্চ ১৭, ২০১৪
বঙ্গবন্ধুর দেশ প্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে: মহিউদ্দীন

চট্টগ্রাম:  মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর দেশ প্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। শৈশব থেকে তাদের মধ্যে সৎ গুনাবলীর উন্মেষ ঘটাতে হবে।



সোমবার বিকাল পাঁচটায় নগরীর মুসলিম ইনষ্টিটিউট হলে আয়োজিত এক শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম  জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
  সমাবেশের আয়োজন করে  আমরা ক’জন মুজিব সেনা, চট্টগ্রাম মহানগর শাখা।

সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের জন্য আমাদের নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তোলতে হবে। যাতে তারা বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো ভালোভাবে পরিচিতি করে তুলতে পারে।

সংগঠনের সভাপতি সরফরাজ নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে ও বোখারী আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা তারেক সোলেমান সেলিম, সংগঠনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিকসম্পাদক হুমায়ুন কবির রুকন, শরিফা আর্ট স্কুলের পরিচালক লায়ন আমিরুল হক, নগর স্বেচ্ছাসেব লীগ নেতা মনোয়ার জাহান মনি প্রমুখ।

শিশু সমাবেশ শেষে সাহিত্য, সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতার ৬টি বিভাগের অংশগ্রহনকারী দেড় হাজার প্রতিযোগীর মধ্যে ৫৪ জনকে পুরস্কৃত করা হয়।

এছাড়াও, সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি এবিএম মহিউদ্দীন চৌধুরী ও লায়ন আমিরুল হককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।