ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিল্পী মিতা নূরের সঙ্গীত সন্ধ্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
শিল্পী মিতা নূরের সঙ্গীত সন্ধ্যা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ‘সব কটা জানালা খুলে দাওনা...’ গানের সুরে সুন্দর স্বর্ণালী সন্ধ্যার সূচনা করলেন প্রতিভাবান কণ্ঠশিল্পী মিতা নূর।

বুধবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কণ্ঠশিল্পী মিতা নূরের ‘সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ শীর্ষক একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অ্যান্ড্রু কিশোর।   বিশেষ অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন।


সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, কথা ছিল দেখা হবে, মনের রঙে রাঙাবো গানসহ ১৬টি গানের অপূর্ব পরিবেশনার মাধ্যমে হলভর্তি দর্শক শ্রোতাকে মুগ্ধ করেন এ সুরেলা কন্ঠীশিল্পী।

তার গান শুনে সঙ্গীতশিল্পী অ্যান্ড্রু কিশোর ও রিজিয়া পারভীনকেও ঠোঁট মেলাতে দেখা যায়।   অনুষ্ঠানে এ শিল্পী বাংলা গানের সাথে হিন্দী গানও পরিবেশন করেন।                             

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন চট্টগ্রাম ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমানুল্লাহ সগীর ছুট্টু, গিয়াস উদ্দিন কাউন্সিলর, চট্টগ্রাম সিটিজেন ক্লাবের পরিচালক ও ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী এবং পোট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী।

শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সিটিজেন ক্লাব লিমিটেডের সেক্রেটারী জসীম সিকদার।

অনুষ্ঠানে সহযোগী সংগঠন হিসাবে ছিলো চট্টগ্রাম সিটিজেন ক্লাব লিমিটেড।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।