ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিশ্ব মানবাধিকার দিবসে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
বিশ্ব মানবাধিকার দিবসে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম: ‘শীতার্ত আর্ত মানবতাকে উষ্ণতা’ শিরোনামে সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরন উদ্বোধনের মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ ’৯৩ এ্যালামনাই এসোসিয়েশন।

বুধবার বিকেলে ফয়েজ লেক ও ফিরিঙ্গী বাজারে সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে দু’পর্বে শীতবস্ত্র বিতরন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

  এ কর্মসূচীতে সহযোগী প্রতিষ্ঠান ছিলো অপরাজেয় বাংলাদেশ।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অপারজেয় বাংলাদেশের সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মঞ্জু জে. হোসাইন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ন-আহবায়ক আলহাজ্ব আহমেদ নাজিম-উদ-দৌলা জুনায়েত জন, সদস্য সচিব সাইফুল আলম খাঁন, নির্বাহী সদস্য হারুন-উর-রশীদ, অপরাজেয় বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মাহাবুবুর রহমান, সেন্টার ম্যানেজার শীলা রক্ষিত, সেন্টার ইনচার্জ নুরুন নাহার লিজা।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।