ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কপালে অস্ত্র ঠেকিয়ে বিটিভি কর্মচারীকে হুমকি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
কপালে অস্ত্র ঠেকিয়ে বিটিভি কর্মচারীকে হুমকি

চট্টগ্রাম: কপালে পিস্তল ঠেকিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের এক কর্মচারীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহষ্পতিবার খোরশেদ আলম নামে ওই কর্মচারী এ বিষয়ে খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ডায়েরিতে বিটিভির উর্ধ্বতন চিত্রগ্রাহক মো. আসাদুজ্জামান এ হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

জিডি করার বিষয়টি খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) জমির উদ্দিন বাংলানিউজকে নিশ্চিত করেছেন।


খোরশেদ আলম বাংলানিউজকে জানান, তিনি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পাম্প অপারেটর হিসেবে প্রায় ১৫ বছর ধরে কর্মরত রয়েছেন। একইসঙ্গে তাকে ক্যাশ বিভাগে দায়িত্ব দেয় কর্তৃপক্ষ।

গত বুধবার নিজ আসনে বসে বসে দায়িত্ব পালন করার সময় আসাদুজ্জামান অতর্কিত হিসাব কক্ষে প্রবেশ করে জুতা দিয়ে তাকে আঘাত করেন। এসময় কোমর থাকা পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন খোরশেদ আলম।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, তিনি ৯৫ হাজার টাকা বকেয়া বিল নিতে গেলে খোরশেদ তার কাছে পাঁচ শতাংশ করে উৎকোচ দাবি করেন। এ বিষয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

পরে কয়েকজন সহকর্মীর সঙ্গেও একই ধরণের আচরণ করলে তিনি ক্ষুব্ধ হয়ে খোরশেদকে একটি চড় দেন।

“অস্ত্র ঠেকানোর প্রশ্নই উঠে ‍না। আমার ২০০০ সাল থেকে লাইসেন্স করা অস্ত্র আছে ঠিক, কিন্তু সেটা কর্মস্থলে নিয়ে আসার প্রশ্নই আসে না, সবসময় থানাই জমা রাখি। ”

এসময় চিহ্নিত কয়েকজন কর্মচারীর কাছে কর্মকর্তারা জিম্মি উল্লেখ করে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।