চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী থানার সিটি গেইট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের(সওজ) চার কাঠা জায়গা অবৈধ দখল মুক্ত করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।
তিনি বাংলানিউজকে জানান, নগরীর পাহাড়তলী থানার উত্তর পাহাড়তলী এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রায় চার কাঠা জমিতে হোটেল, মুদি দোকান ও স্টেশনারিসহ ৫টি দোকান নির্মাণ করে অবৈধ দখলদাররা।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪