আন্তর্জাতিক অভিবাসী দিবস:
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল নয়টায় ডিসি হিল থেকে র্যালী, সকাল ১০টায় আগ্রাবাদ সরকারি কার্যভবন-২’র সামনে নিরাপদ অভিবাসন ও রোমিটেন্স তথ্য মেলা, দুপুরে মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
পর্যটন মেলা:
ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটরের আয়োজনে তিনদিন ব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক পর্যটন মেলা ‘চিটাগাং ট্রাভেল মার্ট’ সকাল ১১টায় হোটেল পেনিনসুলায় উদ্বোধন।
সংলাপ সভা:
ব্রাইট বাংলাদেশ ফোরাম আয়োজিত ‘স্টাবলিশ স্লাম উইমেন’স অবটেইনমেন্ট অব জাস্টিস এডপটিং গ্রাসরুট ইনেশিয়েটিভস’ শীর্ষক সংলাপ সভা সকাল ১১টায় প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে।
উদ্বোধন:
ইউনিয়ন ব্যাংক লিমিটেড মুরাদপুর শাখার উদ্বোধন দুপুর ১২টায়।
মঞ্চ নাটক:
চট্টগ্রামের সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা এন্ড মিউজিক-এর নাট্যকলা বিভাগের নাটক ‘নওকর শয়তান মালিক হয়রান’ মঞ্চস্থ হবে জেলা শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বৌদ্ধ যুব উৎসব:
ইস্পাহানি আয়োজিত দু’দিন ব্যাপী তৃতীয় বৌদ্ধ যুব উৎসব নগরীর মুসলিম হলে শুরু।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪