চট্টগ্রাম: নগরীর রেয়াজুদ্দিন বাজার এলাকায় দু’টি গুদামে অভিযান চালিয়ে চার হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহষ্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এ অভিযানে গুদাম দু’টি সিলগালা করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সিলগালা হওয়া গুদাম দু’টির মধ্যে একটি আরমান এন্টারপ্রাইজ এবং অপরটি রুবেল এন্টারপ্রাইজের বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।
তিনি জানান, নিষিদ্ধ পলিথিন রাখায় প্রতিষ্ঠান দু’টিকে যথাযথ আইনে সিলগালা করে আরমান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. সিরাজকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাকিব হাসান বলেন, পরিবেশের জন্যে অত্যন্ত ক্ষতিকর এই পলিথিনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় অভিযান পরিচালিত হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪