ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৩, ডিসেম্বর ২০, ২০১৪
চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত ফরিদুল আলম ও আবু সিদ্দিক

ঢাকা: চট্টগ্রাম নগরীর খাজা রোড, বাদামতলী এলাকায় ব্যবসায়ীক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন, ফরিদুল আলম (৪৫) ও আবু সিদ্দিক (৪২)।



শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত দুই ভাইয়ের বাড়ি নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড, বাদামতলী এলাকার মুন্সীবাড়িতে।
তাদের বাবার নাম মরহুম আবদুস সবুর।

শুক্রবার রাতে এক ব্যক্তির জানাজার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন দুই ভাই। এ সময় প্রতিপক্ষের হামলায় মাথায় গুরুতর আঘাত পান ফরিদুল আলম ও আবু সিদ্দিক। ঘটনাস্থলেই বড় ভাই ফরিদুলের মৃত্যু হয়। আর গুরুতর আহত হন ছোট ভাই আবু সিদ্দিক।

এরপর তাদের দু’জনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত নায়েক শিলাব্রত বড়ুয়া।

এ বিষয়ে চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, মূলত পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে হত্যা করা হয়েছে। তাদের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।