চট্টগ্রাম: বাংলাদেশ নৌ বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১১টা ৫ মিনিটে পতেঙ্গা নেভাল একাডেমিতে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পতেঙ্গা নেভাল একাডেমি ও এর আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও সালামগ্রহণ শেষে নতুন কমিশন প্রাপ্ত ৬০জন মিডশিপম্যান এবং ১৩ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারকে ব্যাজ পরিয়ে দিবেন।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪