চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ৫০০ ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দু’জন হল, আরমান খান (৪৩) এবং দেলোয়ার প্রকাশ হাসান (২২)।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন, আরমানের কাছে তিন’শ পিস এবং হাসানের কাছে দু’শ পিস ইয়াবা পাওয়া গেছে।
আরমান কক্সবাজার ছেড়ে আসা বাসের সুপারভাইজার। আর দেলোয়ার ওই বাসের যাত্রী ছিলেন।
দু’জনের বিরুদ্ধে বাকলিয়া থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪