ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
বাকলিয়ায় বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২ ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ৫০০ ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।



গ্রেপ্তার হওয়া দু’জন হল, আরমান খান (৪৩) এবং দেলোয়ার প্রকাশ হাসান (২২)।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন, আরমানের কাছে তিন’শ পিস এবং হাসানের কাছে দু’শ পিস ইয়াবা পাওয়া গেছে।


আরমান কক্সবাজার ছেড়ে আসা বাসের সুপারভাইজার। আর দেলোয়ার ওই বাসের যাত্রী ছিলেন।

দু’জনের বিরুদ্ধে বাকলিয়া থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।