চট্টগ্রাম: নগরীর খুলশী থানার ওমর গনি এমইএস কলেজ এলাকায় চারটি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে। এতে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রান্নার চুলা থেকে সোমবার দুপুর সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার বিধুভূষণ শীল বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, সোয়া ২টার দিকে এমইএস কলেজের পেছনে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চারটি বসত ঘর ও দুটি দোকান আগুনে পুড়ে যায়। এতে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪