ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামের শপথ নিলো হকাররা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামের শপথ নিলো হকাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রামের শপথ নিয়েছেন চট্টগ্রামের সংবাদপত্র হকাররা।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা সংবাদপত্র হকার্সলীগের  আলোচনা সভায় হকাররা এই শপথ নেন।



সভায় প্রধান অতিথি ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী।

হকার্সলীগের সভাপতি মো. সরোয়ার আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংবাদপত্র এজেন্ট সমিতির সভাপতি মো. ইসহাক, যুব সংগঠক নুরুল আনোয়ার ও সংবাদপত্র এজেন্ট আবদুল খালেক।


বক্তব্য রাখেন সহ-সভাপতি রতন চৌধুরী, অর্থ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক সজল কান্তি দাশ, সহ-অর্থ সম্পাদক মিলন দেব নাথ, প্রচার সম্পাদক দেলোয়র হোসেন বাচা, নিবার্হী সদস্য আবদুর রহিম, জাফর আহমেদ,আলাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।