ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাতিঘরে শামীম আজাদের আড্ডা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
বাতিঘরে শামীম আজাদের আড্ডা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ‘অনাবাসী লেখক শামীম আজাদের সঙ্গে এক ঘন্টা’ শীর্ষক আড্ডা নগরীর গ্রন্থবিপণি বাতিঘরে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ আড্ডা অনুষ্ঠিত হয়।

  আড্ডায় ছিলো কবিতা পাঠ, প্রশ্নোত্তর পর্ব ও ছড়া পাঠ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ।
  এসময় দর্শকদের সঙ্গে শামীম আজাদের পরিচয় করিয়ে দেন শিল্প সমালোচক আবুল মনসুর।

সিলেটি ভাষায় লেখা কয়েকটি ছড়া পাঠের মাধ্যমে আড্ডা শুরু করেন শামীম আজাদ।   পরপর পাঠ করেন ১০টির মতো কবিতা।

দশর্কদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে আশির দশকে সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিকতা, ঈদ ফ্যাশন, ফটো সুন্দরী প্রতিযোগিতার বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।   এছাড়া প্রবাস জীবন নিয়েও নিজের কিছু অভিজ্ঞতা শোনান।  

ইংরেজি ও বাংলা ভাষায় কয়েকটি ছড়া পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী নাজলী লায়লা মনসুর, কবি বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, রাশেদ রউফ, গল্পকার কামরুজ্জামান জাহাঙ্গীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব নন্দী।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।