ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সভ্য জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।
raozan_shajeda_2
মঙ্গলবার রাউজান উপজেলার মিনা আকবর বাড়ি সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


raozan_shajeda_1
তিনি বলেন, বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।   এসময় তিনি প্রতিটি এলাকায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার।
raozan_shajeda_3
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা, উপজেলা প্রকৌশলী কামাল উদ্দিন, ওসি প্রদীপ কুমার দাশ, দাতা সদস্য ফরিদুল আলম, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা ইউছুপ, রাউজান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বশির উদ্দিন খান।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।