ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাইয়ারহাটে বেকারিতে আগুন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
বাইয়ারহাটে বেকারিতে আগুন ছবি: প্রতীকী

মিরসরাই: উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেহেদী নগর গ্রামের একটি বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



ক্ষতিগ্রস্ত বিসমিল্লাহ বেকারি মেহেদী নগর গ্রামের ইসলাম মার্কেটে অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার খবর পেয়ে স্থানীয় জনসাধারণ এগিয়ে আসে।
পরে বেকারি কর্মচারীদের সহয়তায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বেকারি মালিক আনোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।   এতে বেকারির অন্তত ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বারইয়ারহাট পৌর মেয়র আবু তাহের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘন্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।