মিরসরাই: উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেহেদী নগর গ্রামের একটি বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বিসমিল্লাহ বেকারি মেহেদী নগর গ্রামের ইসলাম মার্কেটে অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার খবর পেয়ে স্থানীয় জনসাধারণ এগিয়ে আসে।
বেকারি মালিক আনোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বেকারির অন্তত ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বারইয়ারহাট পৌর মেয়র আবু তাহের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘন্টা, ডিসেম্বর ২৪, ২০১৪