ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আগুনের পুড়েছে কয়েকশ’ দোকান-ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
চট্টগ্রামে আগুনের পুড়েছে কয়েকশ’ দোকান-ঘর ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর হালিশহর বড়পুল এলাকার  সিঙ্গাপুর সমবায় মার্কেটে লাগা আগুন প্রায় দু’ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসছে।

বুধবার রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।



ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত তিন শতাধিক দোকান ও অর্ধশত বসত ঘর পুড়ে গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশু দাশ বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৮টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।


রাত ৮টা ৫০ মিনিটের দিকে বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির কোন প্রতিবেদন এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি।

বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান এবং বস্তি ঘরগুলো কাঁচা ও টিন শেডের বলে জানান তিনি।

সিঙ্গাপুর সমবায় মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের মার্কেটের ৩১৪টি দোকান এবং মার্কেটের পাশে অবস্থিত বস্তির অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে।

বস্তি থেকেই আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।