চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেনের বাসা লক্ষ্য করে ৩/৪টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১২টায় নগরীর চকবাজার থানার বাদশা মিয়া সড়কে সানওয়ে ওরিয়ানা ভবনের তৃতীয় তলায় তার ফ্ল্যাট লক্ষ্য করে এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনার পরপরই পুরো ভবনে ও আশপাশে আতঙ্ক দেখা দেয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ডা. শাহাদাৎ হোসেন বাংলানিউজকে বলেন, তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন।
তিনি অভিযোগ করেন, রাতে ছাত্রলীগের নামে স্লোগান দিয়ে ৫০/৬০ জন তার বাসায় এ হামলা করে।
জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক আহমেদ চৌধুরী বলেন, এ নিয়ে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪