ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ক্ষতিগ্রস্থদের সহায়তায় এগিয়ে আসুন: সিএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
ক্ষতিগ্রস্থদের সহায়তায় এগিয়ে আসুন: সিএমপি কমিশনার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ছোটপুলস্থ সিঙ্গাপুর সমবায় মার্কেট ও বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবদুল জলিল ম-ল।

শুক্রবার দুপুরে আড়াইশ পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন।

এছাড়া ১ হাজার লোকের জন্য তৈরি খাবার দেওয়া হয়।

এসময় সিএমপি কমিশনার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তায় ব্যবসায়ী ও সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
 

অগ্নিকাণ্ডের ঘটনাকে অত্যান্ত দুঃখজনক উল্লেখ করে কমিশনার বলেন, ঘর চুরি হলেও কিছু মালামাল থাকে কিন্তু আগুনে পুড়ে গেলে কিছুই অবশিষ্ট থাকে না। যাদের ঘর পুড়ে গেছে সবাই সর্বশান্ত হয়েছেন। এই ক্ষতি পূরণ হবার নয়।

পুড়ে যাওয়া ঘর নতুনভাবে নির্মাণের আগ পর্যন্ত বস্তিবাসিদের যাতে খোলা আকাশের নিচে থাকতে না হয় সে জন্য সিএমপি’র পক্ষ থেকে প্রায়োজনীয় সংখ্যক তাবু সরবরাহের ঘোষণা দেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ, পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মো. সুজায়েত ইসলাম, উপ-পুলিশকমিশনার(পশ্চিম) সঞ্জয় কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।